উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ সারাদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয় রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। এর আগে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয় রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।
একই সাথে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ রাজশাহী বিভাগ ও জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) প্রধান নির্বাচিত হন রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ ওমর ফারুক। এছাড়া ইতোপূর্বে অধ্যক্ষ মোঃ ওমর ফারুক এর নেতৃত্বে রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ২০১৫ সালে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রনালয়ের প্রবর্তিত সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট সমুহের মধ্যে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট সারা দেশের মধ্যে ২য় স্থান অধিকার অর্জন করে।
উল্লেখ্য যে, জাতীয় পর্যায়ে গত ৫ ও ৬ জুন বিভিন্ন বিষয়ের উপর যাচাই-বাছায় করে একটি র্যাংকিং করা হয়। পরে এই র্যাংকিং এর মধ্য থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা অফিসারসহ বিভিন্ন বিষয়ের উপর তালিকা প্রকাশ করা হয়। কঠোর প্রতিযোগীতা মূলক এই র্যাংকিংয়ের মধ্য দিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ সারাদেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয় রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।
কারিগরি শিক্ষায় রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের এ অর্জন রাজশাহীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়ে থাকলো। একই সাথে এই অর্জন কারিগরি শিক্ষায় বিশেষত মেয়েদের অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার সৃষ্টি করবে।
এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এর পুরুষ্কার বিতরণের মধ্য দিয়ে চলতি বছরের শিক্ষা সপ্তাহ সমাপনী ঘটলো।