1448

09/17/2024 ইরান সীমায় আর্মেনিয়ার ড্রোন: ভূপাতিত করল ইরান

ইরান সীমায় আর্মেনিয়ার ড্রোন: ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর ২০২০ ১৭:১৮

যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আর্মেনিয়া-আজারবাইজান চলমান যুদ্ধের মধ্যে আর্মেনিয়ার একটি ড্রোন ভূপাতিত করেছে ইরান। দেশটির আরদাবিল প্রদেশের আকাশসীমায় আর্মেনিয়ার ড্রোনটি ঢুকে পড়লে এটি ভূপাতিত করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) ভূপাতিত করা ড্রোনটি পরিদর্শন ড্রোন বলে শনাক্ত করা হয়েছে। খবর স্পুটনিকের।

প্রতিবেশী দুই দেশের বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ নিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে যুদ্ধ শুরু হয়।

মস্কোর হস্তক্ষেপে দেশ দুটি ১০ অক্টোবর মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়।

উভয়পক্ষ একে অপরকে পাল্টা দোষারোপ করে ১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আবার যুদ্ধে জড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, ঐতিহাসিকগতভাবে বিরোধপূর্ন কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনিয়ানরা ১৯৯০-এর দশক থেকে নিয়ন্ত্রণ করছেন।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]