14481

04/22/2025 রাসিক নির্বাচনে ৫৬ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে লিটন

রাসিক নির্বাচনে ৫৬ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে লিটন

রাজ টাইমস ডেস্ক :

২২ জুন ২০২৩ ০০:৪৬

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শেষে বিকেল চার টায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়।

১৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৬টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীয় প্রার্থী প্রতীক এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছে ৫৩ হাজার ৯৫৪ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম হাতপাখা প্রতীক ৪ হাজার ২৩৬ ভোট। জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল প্রতীক ৩হাজার ৪২১ টি ভোট এবং জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার গোলাপফুল প্রতীক পেয়েছেন ৪ হাজার২৩৪ভোট।

অনানুষ্ঠানিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। আনুষ্ঠানিক ভাবে রাজশাহী রিটার্নিং অফিসার জেলা শিল্পকলা একাডেমি থেকে জানানো হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]