04/04/2025 দায়রা আদালতে সম্রাট: আদালত পাড়ায় নেতাকর্মীর ঢল
রাজটাইমস ডেস্ক
২০ অক্টোবর ২০২০ ১৮:১৭
ক্যাসিনো ব্যবসার অন্যতম হোতা বহিস্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের মুক্তি চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ কোর্টের সামনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) মহানগর দায়রা জজ কোর্টে তাকে আনা হলে খবর পেয়ে আদালত পাড়ায় জড়ো হয় সম্রাটের নেতা-কর্মীরা।
এই সময় তারা সম্রাটের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে তার মুক্তি চেয়ে স্লোগান দেন।
প্রসঙ্গত, দেশজুড়ে সরকারের ক্যাসিনো বিরোধী অভিযানের সময় গত বছরের অক্টোবর মাসে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে আটক করে র্যাব। এরপর অসুস্থতাজনিত কারণে বহু দিন হাসপাতালে ছিলেন তিনি। সম্রাটের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। খবর-বি.প্র.