14494

04/22/2025 রাজশাহীতে সংরক্ষিত নারী কাউন্সিলর হলেন যারা

রাজশাহীতে সংরক্ষিত নারী কাউন্সিলর হলেন যারা

রাজ টাইমস ডেস্ক :

২২ জুন ২০২৩ ১৭:১৮

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন তাহেরা খাতুন (চশমা), মোছা. শিউলি (আনারস), সেবুন্নেসা(চশমা), আলতাফুন্নেসা (আনারস), সামসুন্নাহার (জিপগাড়ি), মমতাজ মহল (চশমা), সুলতানা আহমেদ সাগরিকা (আনারস), নাদিরা বেগম (জিপগাড়ি), মোছা. ফেরদৌসী (ডলফিন) ও সুলতানা রাজিয়া (চশমা)।

এদের মধ্যে সুলতানা আহমেদ সাগরিকা তৃতীয় লিঙ্গের প্রার্থী ছিলেন।

এদিকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান। বুধবার রাত ৯টার দিকে ১৫৫টি কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষিত হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফল ঘোষণা করেন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।

নৌকার প্রার্থী খায়রুজ্জামান ১ লাখ ৪৬ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলমকে। যদিও মুরশিদ আলম ১২ জুন রাতেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন। মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]