14543

04/22/2025 রাজশাহীতে শহীদ কামারুজ্জামানের জন্মশতবার্ষিকী পালন

রাজশাহীতে শহীদ কামারুজ্জামানের জন্মশতবার্ষিকী পালন

রাজ টাইমস ডেস্ক :

২৭ জুন ২০২৩ ০৪:০১

বিনম্র শ্রদ্ধায় জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, কোরান খতম, নগরীর সকল মসজিদে দোয়া মাহফিল, মানবভোজ বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।

নগরীর কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তার পুত্র আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে মোনাজাত করা হয়।

শহীদ কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানায় মহানগর আওয়ামী লীগ। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টুসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর সেখানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া নগর ভবনে মাদ্রাসা ছাত্রদের মাধ্যমে কোরান খতম, নগর ভবন ও সোনাদীঘি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে সকাল ৯টায় জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের উপশহরের বাসভবনে কোরান খতম, মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাদ জোহর নগরীর সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. আবুল কাশেম।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]