14552

04/22/2025 বগুড়ায় অটোরিকশা-ভটভটি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

বগুড়ায় অটোরিকশা-ভটভটি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রাজ টাইমস ডেস্ক :

২৭ জুন ২০২৩ ২১:২৬

বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মধ্যে সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত দুই বোনের বাবা-মা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বগুড়া শহরতলির এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহতরা হলেন—আশা মনি (৭) ও তার ছোট বোন খাদিজা (২) এবং অটোরিকশা চালক আমিনুর রহমান তোতা(৫৫)।

আহতরা হচ্ছেন নিহত দুই শিশুর বাবা রাশেদ শেখ (২৭) ও মা জোৎস্না বেগম (২৫)। তারা বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুর গ্রামের বাসিন্দা। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশা যাত্রী ছিলেন।

নিহত অটোরিকশা চালক কাহালু উপজেলার নারহট্টা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহম্মেদ হতাহতদের তথ্য নিশ্চিত করেছেন।

এসআই জানান, মঙ্গলবার সকালে কাহালু থেকে বগুড়াগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী মাছবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই অটোরিকশার চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে একই পরিবারের চারজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। এছাড়াও সিএনজি চালকের মরদেহ স্বজনেরা ঘটনাস্থল থেকেই নিয়ে যান।

ভটভটি চালক দুর্ঘটনার পর পরই ভটভটি ফেলে আহত অবস্থায় পালিয়ে যাওয়ায় তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, রাশেদ শেখ তার এক স্বজনের জানাজায় অংশ নিতে গাইবান্ধার বোনারপাড়ায় যাচ্ছিলেন। ভটভটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]