14588

03/16/2025 পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীর তুমুল গোলাগুলি, নিহত ৫

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীর তুমুল গোলাগুলি, নিহত ৫

রাজ টাইমস ডেস্ক :

২ জুলাই ২০২৩ ২২:৪৬

পাকিস্তানের বেলুচিস্তানের শেরানির ধানা সার এলাকায় আজ রোববার তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিনজন কর্মকর্তা ও ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির (এফসি) একজন সদস্য নিহত হয়েছেন।

এছাড়া নিরাপত্তাকর্মীদের পাল্টা গুলিতে একজন সন্ত্রাসীও নিহত হয়েছে। খবর ডনের।

শেরানির ডেপুটি কমিশনার (ডিসি) বিলাল সাব্বির ডনকে সন্ত্রাসী হামলায় হতাহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে।

এতে একজন এফসি সদস্য আহত হয়েছেন। তিনি শঙ্কামুক্ত বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া দুই সন্ত্রাসীও আহত হয়েছে। শেরানির ডিসি জানান, আহত দুই সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। নিহত সন্ত্রাসীর লাশ সন্ত্রাসবিরোধী বিভাগে পাঠানো হয়েছে।

এ ছাড়া সাব্বির বলেন, শহীদ নিরাপত্তাকর্মীদের লাশ জোব জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদুস বিজেঞ্জো এ হামলার নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসী কাপুরুষোচিত কর্মকাণ্ড দিয়ে নিরাপত্তা বাহিনীর মনোবল নষ্ট করতে পারবে না। তিনি আরও বলেছেন, নিরাপত্তাকর্মীদের এ আত্মত্যাগ জাতির জন্য আলোর মশাল।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ বেড়েই চলেছে। পাকিস্তান ইন্সটিটিউট অব পিস স্টাডিজ (পিআইপিএস) তাদের দেওয়া পরিসংখ্যানে জানিয়েছে, ২০২১ সালের তুলনায় পাকিস্তানে ২০২২ সা।লে সন্ত্রাসী হামলা ২৭ শতাংশ বেড়েছে। গত বছর দেশটিতে ২৬২ টি সন্ত্রাসী হামলায় অন্তত ৪১৯ জন নিহত হয়, আহত হয়েছিল ৭৩৪ জন। পিআইপিএস একটি ইসলামাবাদভিত্তিক থিংক ট্যাঙ্ক।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]