14589

04/21/2025 সুনামগঞ্জের নৌডুবিতে ৩ ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জের নৌডুবিতে ৩ ভাই-বোনের মৃত্যু

রাজ টাইমস ডেস্ক :

২ জুলাই ২০২৩ ২২:৪৯

সুনামগঞ্জ সদর উপজেলায় নৌডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত তিন শিশু তন্নি (১২) তান্নী (৮) ও রবিউলের (৩) বাবা হলেন গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়া।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত শিশুরা তাদের নিজ গ্রাম গোবিন্দপুরের বাড়ির পাশেই একটি ছোট্ট নৌকায় করে পানিতে ঘুরতে যেতে চাচ্ছিল। নৌকায় উঠার পর ভাঙ্গা নৌকার ছিদ্র দিয়ে পানি উড়তে উড়তে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। প্রতিবেশীরা এই ঘটনা দেখে চিৎকার শুরু করলে ফায়ার সার্ভিসে খবর দিয়ে খোঁজাখুঁজির পর উদ্ধার করে।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ তারেক হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে নিয়তের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]