04/03/2025 শুটিংয়ে শুট নিতে গিয়ে আহত আমির খান
রাজটাইমস ডেস্ক
২১ অক্টোবর ২০২০ ০০:৫৮
শুটিংয়ে গিয়ে আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান।
গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনেতা আমির খান ছবির কিছু অ্যাকশন সিক্যুয়েন্স শুট করতে গিয়েই পাঁজরে চোট পেয়েছেন। তবে এই আঘাত তার কাজ আটকে রাখতে পারেনি। আঘাত পাওয়ার পরেই ব্যথার ওষুধ খেয়ে কাজ শুরু করেন তিনি।
দ্বিতীয় বারের মত শুটিংয়ে গিয়ে আহত হলেন তিনি। তবে তিনি চাননি তার জন্য শুটিংয়ের কোনো ক্ষতি হোক। তাই পাঁজরের যন্ত্রণাকে নজর আন্দাজ করে চালিয়ে গেলেন কাজ। তবে এই প্রথমবার নয়। এর আগেও শুটিং করতে গিয়ে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন আমির খান।
বর্তমানে এই অভিনেতা ‘লাল সিং চড্ডা’য় শুটিং করছেন। খবর-যুগান্তর