14597

05/10/2024 কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে ৫০ টাকা

কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে ৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক

৩ জুলাই ২০২৩ ০১:৪৩

বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর রাজশাহীতে সামান্য কমেছে কাঁচা মরিচের দাম। কেজিতে দাম কমেছে ৫০ টাকা । রোববার রাজশাহীর সাহেব বাজারে কাঁচামরিচ প্রতি কেজি খুচরা বিক্রি হয়েছে ৫৮০ থেকে ৬০০ টাকা দরে। আর পাইকারি বাজারে ৫২০ থেকে ৫৩০ টাকা কেজি। একদিন আগে শনিবার ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হয় কাঁচা মরিচ।

সাহেব বাজার কাঁচা বাজারের বিক্রেতারা জানিয়েছেন, সবগুলো বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হলে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। এছাড়া দাম বেড়ে যাওয়ার কারণে মানুষ কাঁচামরিচ কম কিনছেন বলে জানিয়েছেন বিক্রেতারা।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিপ্তর সূত্রে জানা গেছে, এবার রাজশাহী জেলার ৮টি উপজেলা ও মেট্রো এলাকায় মোট ৮৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। এর সবচেয়ে বেশি মরিচ চাষ করা হয় বাগমারা উপজেলায় ২৪০ হেক্টর। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে গোদাগাড়ি উপজেলা। সেখানে মরিচের আবাদ হয়েছে ১৯৫ হেক্টর জমিতে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]