1470

05/18/2024 গুগলের বিরুদ্ধে মামলা করল মার্কিন বিচার বিভাগ

গুগলের বিরুদ্ধে মামলা করল মার্কিন বিচার বিভাগ

রাজটাইমস ডেস্ক

২১ অক্টোবর ২০২০ ১৭:৪৯

আইন লঙ্ঘনের অভিযোগ এনে গুগলের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। বিবিসি ও রয়টার্স

নিজেদের আধিপত্য বজায় রেখে ও বেশী বিজ্ঞাপন পেতে প্রতিযোগিতার বাজারে নিজেদের অবস্থানের অপব্যবহার করছে কি না তা যাচাইয়ে এই মামলা করা হয়।

তবে বিষয়টি নিয়ে কোন প্রতিক্রিয়া জানায় নি গুগল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক দিন আগেই এ মামলার মুখে পড়ল গুগল।

সমর্থকদের দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া অঙ্গীকারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি তার সমর্থকদের কাছে অঙ্গীকার করেছেন, রক্ষণশীল কণ্ঠ দমানোর অভিযোগে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে দায়ী করা হবে।

প্রযুক্তির জগতে আধিপত্য ধরে রাখা চার প্রতিষ্ঠান অ্যামাজন, অ্যাপল, ফেসবুক এবং গুগলের বিরুদ্ধে এক বছরেরও বেশি সময় ধরে অ্যান্টি ট্রাস্ট তদন্ত চালাচ্ছে মার্কিন বিচার বিভাগ।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]