1472

09/19/2024 এই বছর হচ্ছে না বার্ষিক পরীক্ষা

এই বছর হচ্ছে না বার্ষিক পরীক্ষা

রাজটাইমস ডেস্ক

২১ অক্টোবর ২০২০ ২০:০৪

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে এই বছর মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা হচ্ছে না।

বুধবার (২১ অক্টোবর) ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তবে ৩০ কর্মদিবসের জন্য একটি পাঠ্যসূচি তৈরি করা হয়েছে। সংক্ষিপ্ত এই পাঠ্যসূচির ভিত্তিতে প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের অ্যাসাইমেন্ট করতে হবে।শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট জমা দিবে। তবে এটি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য প্রভাব ফেলবে না। 

চলমান পরিস্থিতিতে বার্ষিক পরীক্ষা নেয়া সম্ভব নয় জানিযে তিনি বলেন এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের অ্যাসাইমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
 
এসাইনমেন্টের জন্য শিক্ষার্থীদের চাপ না দেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন এই মূল্যায়ন শুধু আমাদের বোঝার জন্য যে শিক্ষার্থীদের কোথায় কোথাও দুর্বলতা আছে। সেগুলো পরের ক্লাসে কাটিয়ে ওঠার ব্যবস্থা করব।

শিক্ষার্থীদের দুর্বলতা বের করতে এটি সহায়ক হবে মন্তব্য করে ডা. দীপু মনি বলেন, এই মূল্যায়ন (অ্যাসাইনমেন্ট) তার পরের ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলবে না। এ মূল্যায়নের মাধ্যমে পরবর্তী বর্ষে তাদের কোন কোন জায়গায় দুর্বলতা আছে, তা পরের ক্লাসে অ্যাড্রেস করব এবং তা কাটিয়ে উঠতে সহায়তা করতে পারব সেই কাজের জন্য এ মূল্যায়ন করা হবে।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]