1473

04/04/2025 নগরীতে চলন্ত ট্রেনে প্রাণ দিল যুবক

নগরীতে চলন্ত ট্রেনে প্রাণ দিল যুবক

রাজটাইমস ডেস্ক

২১ অক্টোবর ২০২০ ২০:৪০

রাজশাহী নগরীতে ট্রেনের নীচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে এক ব্যক্তি।

বুধবার (২১ অক্টোবর) নগরীর বিলসিমলা বন্ধ গেট এলাকায় এই ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরের মৃত ফিটু মিয়ার ছেলে ইমরুল হাসান (৪০) বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, ট্রেন আসতে দেখে ওই ব্যক্তি একটি ক্র্যাচে ভর করে গিয়ে রেললাইনে শুয়ে পড়েন। এ সময় ট্রেনে কাটা পড়ে মাথা থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলেই উপস্থিত হয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে রাজপাড়া থানা পুলিশ। লাশের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।

অসুস্থতার কারণে যুবক আত্মহত্যা করতে পারেন বলে জানান রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান। তিনি বলেন, ইমরুলের একটি পায়ে ক্ষত রয়েছে।তবে তার পা পলিথিন দিয়ে বেঁধে ক্ষতস্থানটি ঢেকে রাখা হয়েছে।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]