14749

04/21/2025 ট্রাকের চাকায় পিষ্ট হলেন মা-ছেলে

ট্রাকের চাকায় পিষ্ট হলেন মা-ছেলে

ডেস্ক নিউজ

১৫ জুলাই ২০২৩ ১৮:১১

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও শিশু ছেলে নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার আড়িয়া রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ ও এর চালক নুরুল ইসলামকে (৩৫) আটক করেছে। নিহতরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠুর স্ত্রী জাকিয়া রেজওয়ানা তাসলি (৩০) ও তাদের পাঁচ বছর বয়সি ছেলে তাসফিয়ান রহমান। গুরুতর আহত মিঠুকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল ওয়াদুদ জানান, মা ও ছেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]