14780

04/05/2025 ডেঙ্গুতে এ বছরের সর্বাধিক মৃত্যু

ডেঙ্গুতে এ বছরের সর্বাধিক মৃত্যু

রাজ টাইমস ডেস্ক :

১৮ জুলাই ২০২৩ ০৪:০৬

ডেঙ্গুতে গত এক দিনে আটজনের মৃত্যু হয়েছে, যা এ বছরের সর্বাধিক সংখ্যা। তাদের নিয়ে এবছর এ রোগে মৃতের সংখ্যা বেড়ে হলো ১১৪ জন।

এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৮৯ রোগী। তাদের নিয়ে এবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ হাজার ৪৬৭ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে যে ১৫৮৯ জন রোগী ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকায় ৮৪৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭৪২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৪৪১ জন রোগী। এদের মধ্যে ঢাকায় ৩৩৪৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২০৯৪ জন।

এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ৩৪ জনের। জুলাইয়ের প্রথম ১২ দিনেই সেই সংখ্যা পেরিয়ে গেছে।

১৭ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৮৯, আর মারা গেছেন ৬৭ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]