14787

03/17/2025 পশ্চিম সাহারাকে মরক্কোর অংশ হিসেবে স্বীকৃতি ইসরাইলের

পশ্চিম সাহারাকে মরক্কোর অংশ হিসেবে স্বীকৃতি ইসরাইলের

রাজ টাইমস ডেস্ক :

১৮ জুলাই ২০২৩ ১৬:১৩

বিতর্কিত পশ্চিম সাহারার ওপর মরস্কোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে ইসরাইল। মরক্কো সরকার এবং ইসরাইলের প্রধানমন্ত্রীর অফিসের বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। রাবাত সোমবার জানিয়েছে, ইসরাইল এখন দাখলায় কনস্যুলেট খোলার বিষয়টি বিবেচনা করছে।

মরক্কোর রাজ প্রসাদ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, মরক্কোর বাদশাহ ষষ্ট মোহাম্মদের কাছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাঠানো এক চিঠিতে এই স্বীকৃতি দেয়া হয়েছে।

১৯৭৫ সালে স্প্যানিশ শাসনের অবসানের পর থেকে মরক্কো ভূখণ্ডটির নিয়ন্ত্রণ করছে। তবে এতে আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে সামান্যই।
আলজেরিয়ার-সমর্থনপুষ্ট পলিসারিও ফ্রন্ট পশ্চিম সাহারাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানাচ্ছে। ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক আংশিকভাবে বাড়ানোর বিনিময়ে ভূখণ্ডটির ওপর মরস্কোর দাবিকে স্বীকৃতি দিয়েছিলেন ওই সময়ের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মরক্কোর রাজ প্রাসাদ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি অবস্থান 'জাতিসঙ্ঘ, আঞ্চলিক ও আঞ্চলিক সংস্থাগুলোতে এবং সেইসাথে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে- এমন সব দেশে পাঠানো হবে।'

আফ্রিকান ও আরবসহ ২৮টি দেশের কনস্যুলেট রয়েছে পশ্চিম সাহারীয় নগরী দাখলা বা লেয়ন্সে। মরক্কো দাবি করে, এই ভূখণ্ডের ওপর তার শাসনের সুস্পষ্ট সমর্থন এটি।

যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট আব্রাহাম ডিলের মাধ্যমে ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে মরক্কো। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান এর আগে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছিল।

সূত্র : আল জাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]