03/15/2025 রুহুল আমিন গাজী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২০ ০২:৩৪
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, রুহুল আমিন গাজীর বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্ট ছিল। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
আগামী ৩১ অক্টোবর বিএফইউজের নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে। যেখানে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হয়েছেন রুহুল আমিন গাজী।
তাঁর গ্রেফতারের ঘটনায় বিএফইউজে, প্রেসক্লাব ও সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারঁ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তি চাওয়া হয়েছে।
এমএস ইসলাম