14811

04/05/2025 ডেঙ্গুতে ১ দিনে রেকর্ড ১৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে ১ দিনে রেকর্ড ১৯ জনের মৃত্যু

রাজ টাইমস ডেস্ক :

২০ জুলাই ২০২৩ ০৬:৪২

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এক দিনে ডেঙ্গুতে এটি সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।

এছাড়া বুধবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো এক হাজার ৭৯২ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২২ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ৮৭০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৭৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৯২২ জন ঢাকায় এবং বাকি ৮৭০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৫ হাজার ৭৯২ জন রোগী সনাক্ত হয়েছে।

অন্যদিকে, চিকিৎসা শেষে ২০ হাজার ৯৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]