14840

09/17/2024 বেলারুশে হামলা চালাবে পোল্যান্ড! পুতিনের হুঁশিয়ারি

বেলারুশে হামলা চালাবে পোল্যান্ড! পুতিনের হুঁশিয়ারি

রাজ টাইমস ডেস্ক :

২২ জুলাই ২০২৩ ১৬:৩৬

বেলারুশে পোল্যান্ডের সম্ভাব্য হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এ ধরনের কিছু হলে তা খোদ রাশিয়ার ওপর আক্রমণ বলে বিবেচিত হবে।

শুক্রবার টেলিভিশনে দেয়া এক ভাষণে পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বেলারুশকে রক্ষা করার জন্য মস্কো সম্ভব সবকিছু করবে। উল্লেখ্য, সম্ভাব্য যেকোনো হামলা প্রতিরোধে রাশিয়ার সাথে শিথিল ফেডারেশন গঠন করেছে বেলারুশ।

ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের সভায় পুতিন বলেন, পশ্চিম ইউক্রেনে (একসময় তা পোল্যান্ডের অংশ ছিল) অভিযান চালিয়ে তা দখল করতে পোলিশ-লিথুনিয়ান ইউনিট ব্যবহারের খবর পাওয়া গেছে।

তিনি বলেন, 'তবে বেলারুশের ব্যাপারে বলতে হবে যে এটি ইউনিয়ন স্টেটের অংশ। বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন মানে রুশ ফেডারেশনের বিরুদ্ধে আগ্রাসন।'

তিনি বলেন, এ ধরনের হামলা হলে 'আমরা আমাদের শক্তি অনুযায়ী সম্ভব সর্বাত্মক জবাব দেব।'

তিনি বিস্তারিত কিছু না বলেই জানান, 'বেলারুশিয়ান ভূমি নিয়ে তারা যে স্বপ্ন দেখে, তা সবাই জানে।'

ন্যাটো সদস্য পোল্যান্ড ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে খুবই সোচ্চার। তবে তারা ইউক্রেনে বা বেলারুশে ভূখণ্ডগত উচ্চাভিলাষ পোষণ করে না বলে জানিয়েছে।

অবশ্য, বেলারুশ সীমান্তে প্রতিরক্ষা জোরদার করেছে পোল্যান্ড। এখানে আগে ওয়াগনার বাহিনী মোতায়েন ছিল। গত মাসে ব্যর্থ বিদ্রোহের পর তারা সরে গেছে।

সূত্র : আল জাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]