14868

03/17/2025 চীনে ধসে পড়লো জিমনেশিয়ামের ছাদ, নিহত ১১

চীনে ধসে পড়লো জিমনেশিয়ামের ছাদ, নিহত ১১

রাজ টাইমস ডেস্ক :

২৪ জুলাই ২০২৩ ১৯:২৭

চীনের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে একটি স্কুল জিমনেশিয়ামের ছাদ ধসে পড়েছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। খবর বিবিসির।

দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ভবন ধসে পড়ায় সময় ১৯ জন আটকা পড়ে ছিল। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে বলেন, ভুক্তভোগীদের বেশিরভাগই শিশু। যদিও সরকারিভাবে এ তথ্য এখনও নিশ্চিত করা হয়নি। হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরে এই স্কুল ভবনের ইনচার্জকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

দেশটির কর্মকর্তারা জানান, কেবল চারজন ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। আটকে পড়া ১৫ জনের মধ্যে কেবল চারজন প্রাণে বেঁচেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]