14893

09/17/2024 এবার ডেনমার্কে তুর্কি ও মিসরীয় দূতাবাসের সামনে পোড়ানো হলো কোরআন

এবার ডেনমার্কে তুর্কি ও মিসরীয় দূতাবাসের সামনে পোড়ানো হলো কোরআন

রাজ টাইমস ডেস্ক :

২৬ জুলাই ২০২৩ ১৬:১১

এবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে তুরস্ক ও মিসরীয় দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানো হয়েছে। এক দিন আগে ইরাকি দূতাবাসের সামনে একই ধরনের ঘটনা ঘটেছিল।

এর আগে সুইডেনেও একই ধরনের ঘটনা ঘটেছিল। পবিত্র ধর্মগ্রন্থের এ ধরনের অবমাননায় সারা দুনিয়ার মুসলিমরা ক্ষুব্ধ হয়ে ওঠেছে।

সুইডেন ও ডেনমার্কে 'মতপ্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে' কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

ডেনমার্কে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করছে ড্যানিশ প্যাট্রিয়টস নামের একটি উগ্রবাদী খ্রিস্টান সংগঠন।

এদিকে সুইডেনে ৩১ বছর বয়স্ক এক ব্যক্তি স্টকহোমে ইরানি দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। পরে তিনি ওই আবেদনের জন্য দুঃখপ্রকাশ করে বলেন যে তিনি 'অবশ্যই সম্মান করেন' ইসলামকে এবং 'সকল ইরানির কাছে ক্ষমা প্রার্থনা' করছেন।

সূত্র : আলজাজিরা এবং আনাদুলু অ্যাজেন্সি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]