04/16/2025 চারঘাটে পালিত হল জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস
রাজটাইমস ডেস্ক
২২ অক্টোবর ২০২০ ২০:৩৮
রাজশাহী চারঘাট উপজেলায় পালিত হল জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চারঘাট প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচী পালিত হয়।
দিবসটি পালন উপলক্ষে "সকলের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাসমুক্ত জীবন গড়ি” এই প্রতিবাদ্যকে সামনে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরার – সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় বক্তব্য রাখেন উপেজলা চেয়ারমম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, নারী ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে এম নাছির উদ্দিন, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু ও ই্উসুফপুুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতনসহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।