14959

03/16/2025 ভারতে চলন্ত ট্রেনে গুলি, নিহত ৪

ভারতে চলন্ত ট্রেনে গুলি, নিহত ৪

রাজ টাইমস ডেস্ক :

৩১ জুলাই ২০২৩ ১৮:১১

ভারতের মহারাষ্ট্রে একটি রেলওয়ে স্টেশনে চারজনকে গুলি করে হত্যা করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী। এদের মধ্যে একজন পুলিশের সহকারী উপ-পরিদর্শক ও ছিলেন। সোমবার সকালে এ ঘটনা বলে জানিয়েছে একজন কর্মকর্তা। খবর এনডিটিভি।

রেলওয়ে প্রোটেকশন ফোর্সের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই অনুসারে, 'জয়পুর এক্সপ্রেস ট্রেনের ভেতরে গুলি চালানোর ঘটনায় এএসআইসহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসিপি উত্তর জিআরপিকে জানানো হয়েছে।'

অভিযুক্ত, আরপিএফ কনস্টেবল চেতন সিং, ভোর পাঁচটার দিকে তার স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালায়। এতে আরপিএফ সহকর্মী এবং জয়পুর থেকে মুম্বাই যাওয়ার পথে ট্রেনের তিন যাত্রীকে হত্যা করে।

স্টেশনটির নাম পালঘর স্টেশন। পালঘর মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]