14982

03/15/2025 গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে ২ ছাত্রীর মৃত্যু

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে ২ ছাত্রীর মৃত্যু

রাজ টাইমস ডেস্ক :

১ আগস্ট ২০২৩ ২২:৫৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অভ্যন্তরে অবস্থিত পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের (ইএসডি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিতু (২১) ও হিয়া (২০)। তাদের গ্রামের বাড়ি খুলনায় জেলায়।

ঘটনার পর তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা রিতু ও হিয়াকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কিউ এম মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই দুই ছাত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থাকত।

দুপুরে বৃষ্টি হলে তারা গোসলের জন্য লেকের পানিতে নামে। গোসল সেরে একজন উপরে ওঠার সময় পা পিছলে গভীর পানিতে পড়ে যায়। অপরজন তাকে রক্ষা করতে গিয়ে পানি থেকে টেনে নিয়ে আসার সময় পড়ে যায়। তারা কেউই সাঁতার জানত না।

তিনি আরো বলেন, লেকের আশপাশে থাকা অন্য শিক্ষার্থীরা তাদেরকে পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করে। পরে ভুক্তভোগী ছাত্রীদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের স্বাস্থ্য

পরীক্ষার পর উভয়কেই মৃত ঘোষণা করেন। তাদের পরিবারকে জানানো হয়েছে। তারা পৌঁছালে লাশ বুঝিয়ে দেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]