1501

03/14/2025 আর্মেনিয়ার আরেকটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হল আজেরীরা

আর্মেনিয়ার আরেকটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হল আজেরীরা

রাজটাইমস ডেস্ক

২৩ অক্টোবর ২০২০ ০০:২১

আর্মেনিয়া-আজারবাইজান চলমান যুদ্ধে আর্মেনিয়ার আরেকটি চালকবিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করেছে আজারবাইজান।  

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকালে ড্রোনটি ভূপাতিত করা হয় নাকচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের সাদারাক ও শারুর অঞ্চলে।

আর্মেনীয় ড্রোনটি দিয়ে যুদ্ধ এলাকা পর্যবেক্ষণের চেষ্টা করার সময় আজেরি সেনাবাহিনী এটি ধ্বংস করে বলে আজারভাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায় আজভিশন। 

এই নিয়ে তিন দিনে চারটি ড্রোন ভূপাতিত করল আজেরীরা। এর আগে গত দুই দিনে আর্মেনিয়ার আরও তিনটি ড্রোন ভূপাতিত করে আজারবাইজানের সেনাবাহিনী।  

প্রসঙ্গত, দীর্ঘদিন পর ২৭ সেপ্টেম্বর দুই দেশের বিরোধীয় অঞ্চল নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও উভয় পক্ষ পাল্টাপাল্টি দোষারোপ করে ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর করার পরিবর্তে নতুন করে যুদ্ধে জড়ায়।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]