15018

01/03/2026 অধিনায়কত্ব ছাড়লেন তামিম

অধিনায়কত্ব ছাড়লেন তামিম

রাজ টাইমস ডেস্ক :

৪ আগস্ট ২০২৩ ০৫:০৭

আগে থেকেই জানা ছিলো আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে বসবেন তামিম ইকবাল। বেশ গোপনীয়তার পর রাত ৮ টায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছেন তামিম। সেইসঙ্গে আসন্ন এশিয়া কাপেও খেলবেন না বলে জানিয়েছেন এই ওপেনার।

দলের কথা চিন্তা করে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন এই ওপেনার। তামিম বলেন, ‘দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছি।’

তামিমের অনুপস্থিতিতে অধিনায়ক কে হবেন, এমন প্রশ্নে বিসিবি প্রধান বলেন, ‘সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তামিম শুধু এশিয়া কাপে না খেললে সহ–অধিনায়ক লিটন দাসই অধিনায়ক হতেন। এখন যেহেতু তামিম অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন, ব্যাপারটা আর সরল নেই। নতুন অধিনায়ক শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাংলাদেশকে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]