15039

09/17/2024 ইউক্রেনের ব্লাড ব্যাংকে রাশিয়ার বোমা হামলা

ইউক্রেনের ব্লাড ব্যাংকে রাশিয়ার বোমা হামলা

রাজ টাইমস ডেস্ক :

৬ আগস্ট ২০২৩ ২২:৩৬

প্রেসিডেন্ট জেলেনস্কি একটি ছবি পোস্ট করেন, ছবিতে রাশিয়ার হামলার পর কুপিয়ানস্কের রক্ত সঞ্চালন কেন্দ্রে আগুন জ্বলছে দেখা যাচ্ছে উত্তর-পূর্ব ইউক্রেনের একটি রক্ত সঞ্চালন কেন্দ্রে বোমা হামলা করেছে রাশিয়া। হমালায় হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। খারকিভ অঞ্চলে শনিবারের এই হামলায় কতজন হতাহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। খবর বিবিসির।

জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধাপরাধ একাই রুশ আগ্রাসন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যথেষ্ট।’

হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। দেশটি এর আগেও বেসামরিকদের লক্ষ্যবস্তু করার কিংবা কোনো প্রকার যুদ্ধাপরাধের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

অপরদিকে কুপিয়ানস্ক শহর এবং আশেপাশের জনবসতিগুলো রুশ সেনারা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন চালানোর প্রথম কয়েক দিনে দখল করেছিল। গত সেপ্টেম্বরে ইউক্রেন পাল্টা আক্রমণ করে এলাকাটি মুক্ত করে।

সামাজিক মাধ্যমের একটি পোস্টে জেলেনস্কি অপরাধীদের ‘পশু’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের পরাজিত করা প্রত্যেকের জন্য সম্মানের বিষয়, যারা জীবনের মূল্য দেয়।’

জেলেনস্কি আরও বলেছেন, শনিবার রাশিয়া পৃথকভাবে পশ্চিম খমেলনিৎস্কি অঞ্চলে একটি বৈমানিক সংস্থাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কৃষ্ণ সাগরে ১১ জন ক্রু সদস্যসহ একটি রুশ ট্যাংকারে হামলা চালানোর পর ইউক্রেনকে অভিযুক্ত করে মস্কো। অভিযোগের পরপরই ইউক্রেনে এই ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার মেরিটাইম কর্মকর্তারা জানিয়েছেন, কের্চ প্রণালীতে ওই হামলায় সিগ ট্যাংকারের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি।

কের্চ প্রণালী কৃষ্ণ সাগর এবং আজভ সাগরকে সংযুক্ত এবং ক্রিমিয়াকে আলাদা করেছে। হামলার বিষয়ে ইউক্রেন প্রকাশ্যে মন্তব্য করেনি। তবে ইউক্রেনের নিরাপত্তা সেবার একটি সূত্র বিবিসিকে জানিয়েছে হামলায় সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]