15074

03/16/2025 ইতালির উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪১

ইতালির উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪১

রাজ টাইমস ডেস্ক :

৯ আগস্ট ২০২৩ ২২:১৩

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৪১ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। ওই নৌকা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা স্থানীয় গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়েছে, দুর্যোগ থেকে বেঁচে যাওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের বলেছেন যে, তারা একটি নৌকায় ছিল যেটি তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করেছিল এবং ইতালি যাওয়ার পথে ডুবে গিয়েছিল।

আইভরি কোস্ট এবং গিনি থেকে বেঁচে যাওয়া চারজন বুধবার ল্যাম্পেডুসা পৌঁছেছেন। তারা এমন তথ্য জানিয়েছেন।

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পারাপারে এ বছর এখন পর্যন্ত ১৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

তিউনিসিয়ার কর্তৃপক্ষ বলছে, ল্যাম্পেডুসা থেকে প্রায় ৮০ মাইল (১৩০ কিমি) দূরে অবস্থিত একটি বন্দর শহর স্ফ্যাক্স। ইউরোপে নিরাপত্তা ও উন্নত জীবন খোঁজা অভিবাসীদের জন্য এটি একটি জনপ্রিয় প্রবেশদ্বার।

সাম্প্রতিক দিনগুলোতে, ইতালীয় টহল নৌকা এবং দাতব্য গোষ্ঠীগুলো ল্যাম্পেডুসায় আগত আরও দুই হাজার অভিবাসীকে উদ্ধার করেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]