04/21/2025 হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু
রাজ টাইমস
১০ আগস্ট ২০২৩ ০০:৪৭
রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালে বর্তমানে ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডা. তানজিলুল বারী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সৈকত (১৮) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। তিনি হাসপাতালে ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
অপর দিকে মঙ্গলবার সন্ধ্যায় একই উপজেলার ফুলবাড়িয়ার আইয়ুব আলী (৪০) মৃত্যু বরণ করেন। তিনি হাসপাতালে ৩০ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন ছিলেন। এদিকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩০ জন রোগী নতুন করে ভর্তি হয়েছেন। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। গতকাল বুধবার সকাল পর্যন্ত রামেক হাস্পাতালে চলতি বছর ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন ৪৭৩ জন।