15095

05/10/2025 নির্বাচনে অংশ গ্রহন করবে না জামায়াত

নির্বাচনে অংশ গ্রহন করবে না জামায়াত

রাজ টাইমস

১১ আগস্ট ২০২৩ ২১:৫৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান রাজশাহী মহানগরীর সদস্য (রুকুন) সম্মেলনে কেয়ারটেকার সরকার ছাড়া জামায়াতে ইসলামী নির্বচনে অংশ গ্রহন করবে না উল্লেখ করে বলেন, সমাজ ও রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা ন্যায় পরায়ন শাসকের গুরুত্বপূর্ণ মূলকাজ। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সাধারন মানুষ আজ চরম ভাবে জুলুমের স্বীকার। দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি মানুষের জীবনকে দুর্বিসহ করছে। এ অবস্থায় কোন সাধারণ মানুষ ও মুসলিম ঘরে বসে থাকতে পারে না। একজন মুসলমানের শুধুমাত্র অনুষ্ঠানিক ইবাদত বন্দেগীর মাধ্যমে জান্নত লাভ সম্ভব নয়। আমাদেরকে ন্যায় ইনসাফের সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে আন্দেলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
অদ্য শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে সদস্য (রুকুন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজশাহী মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড.মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা এ,টি,এম, মাসুম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। সম্মেলনে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসেন, নায়েবে আমীর ও রাজশাহী বার এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এ্যড.আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারী অধ্যাপক শাহাদাৎ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ন্যায় পরায়ন শাসক কিয়ামতের ময়দানে আল্লাহ তায়ালার আরশের নিচে ছায়া পাবেন। কিন্তু দূর্ভাগ্যজনক আজ আমাদের ন্যায় পরায়ন বাদশাহ বা শাষকের খুবই অভাব। দ্বীন কায়েমের জন্য পেছনে পড়ে থাকার সুযোগ নেই। আমাদেরকে ইসলামের জন্য নিজের সম্পত্তির একটা অংশ দান করে যেতে হবে। ঋণ মুক্তভাবে আল্লাহ নিকট হাজির হতে হবে। নিকট আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে হবে। সর্বাবস্থায় আল্লাহর উপরই নির্ভরশীল থাকতে হবে। মনে রাখতে হবে দুনিয়ার জীবন অত্যন্ত ক্ষনস্থায়ী। পরকালীন জীবনকে প্রাধান্য দিয়ে আমাদের দুনিয়ার জীবনকে পরিচালিত করতে হবে।জুলুমবাজ শাষক গোষ্ঠীর হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য সংগ্রাম চালানো হলো সবচেয়ে বড় জেহাদ। আমাদেরকে চলাফেরা, উঠা-বসাসহ সকল ক্ষেত্রে আল্লাহর জিকির বা স্বরন করতে হবে। বিশেষ অতিথি এটিএম মাসুম বলেন, দেশে আজ সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। বর্তমান স্বৈরাচারী সরকার মানুষের ভোট ও ভাতের অধিকার হরন করেছে। বিগত ১৫ বছর এ সরকার ইসলামের মৌলিক আর্দশ,নীতিনৈতিকতাকে নষ্ট করেছে।দেশে এক অরাজকতা পরিবেশ সৃষ্টি করেছে। দেশের মানুষের মধ্যে বিভক্ত তৈরি করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কে হুমকির মধ্যে ফেলে দিয়েছে।মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। দেশের আলেম ওলামাদেরকে গনগ্রেপ্তার করে ইসলামের পক্ষে যারা কথা বলেন তাঁদের কন্ঠকে রোধ করা হয়েছে। যে কোন নির্বাচনে ইসলামের কথা বা ধর্মীয় অনুশাসনের কথা বলাকে নিষিদ্ধ করেছে। একদিকে ধর্মীয় শিক্ষা বন্ধ করে ইসলাম বিদ্বেষী যৌন শিক্ষাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ প্রক্ষাপটে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঠে ময়দানে শক্তিশালী ও দিক নির্দেশনামূলক ভূমিকা পালন করতে হবে। অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, স্বৈরাচারী শাসকগোষ্ঠী আমাদের বিরুদ্ধে যতই জুলুম নির্যাতন চালান না কেন দ্বীনের স্বাভাবিক কাজ সর্বাবস্থায় চলমান রাখতে হবে।মনে রাখতে হবে দুনিয়ার জীবনের এ কাজ এমন দৃঢ় ভাবে করতে হবে যাতে আমরা আল্লাহ নিকট পরকালে জবাবদিহি করতে পারি।



প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]