15133

03/16/2025 মিয়ানমারের খনিতে ভূমিধস, ৩৬ জনের মৃত্যুর আশঙ্কা

মিয়ানমারের খনিতে ভূমিধস, ৩৬ জনের মৃত্যুর আশঙ্কা

রাজ টাইমস ডেস্ক

১৫ আগস্ট ২০২৩ ০১:৪৩

উত্তর মিয়ানমারে ভূমিধসের কারণে হ্রদের পানিতে তলিয়ে গেছে একটি জেড খনি। এর ফলে খনিতে অন্তত ৩৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে উদ্ধারকর্মী এবং স্থানীয় সাংবাদিকদের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

মিয়ানমারের গোপন জেড শিল্পের কেন্দ্রস্থল হপাকান্তের প্রত্যন্ত শহরে রোববার এই দুর্ঘটনাটি ঘটে। খনিতে জীবনের ঝুঁকি নিয়ে খনন কাজে নিয়োজিত ছিলেন শ্রমিকরা।

পরিচয় গোপন রাখার শর্তে উদ্ধারকারী দলের একজন সদস্য ফোনে রয়টার্সকে বলেছেন, ১০০টির বেশি উদ্ধারকর্মী জীবিতদের সন্ধানে কাজ করছেন। রোববার আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো মৃতদেহ পাইনি, তবে আমরা এখনও অনুসন্ধান চালাচ্ছি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সাংবাদিক টার লিন মাউং বলেন, রোবার যে বর্জ্যের স্তূপটি ধসে পড়ে সেটি প্রায় ৪৯২ ফুট উঁচু ছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]