15179

03/17/2025 রাশিয়ার সাথে বন্ধুত্ব, ভারতীয় শিক্ষার্থীদের দেশ ছাড়তে বলল ইউক্রেনবাসী

রাশিয়ার সাথে বন্ধুত্ব, ভারতীয় শিক্ষার্থীদের দেশ ছাড়তে বলল ইউক্রেনবাসী

রাজ টাইমস ডেস্ক :

২১ আগস্ট ২০২৩ ১৪:৫৩

যুদ্ধ চলছে। বাড়ছে ক্ষোভও। ইউক্রেনবাসীর রোষের মুখে এবার পড়েছে ভারতীয় শিক্ষার্থীরা। ‘নিজের দেশে ফিরে যাও’, ইউক্রেনবাসীদের কাছ থেকে প্রতিদিন এ কথাই শুনতে হচ্ছে ভারতীয় শিক্ষার্থীদের। গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সাথে সে দেশের যুদ্ধ চলছে।

ওই দেশে ভয়াবহ দুর্ভোগে পড়তে হচ্ছে ভারতীয় শিক্ষার্তীদের। প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে আতঙ্ক। রাশিয়ার মিত্র দেশ ভারত- এই কারণেই দিন দিন ইউক্রেনে দুর্ভোগ বাড়ছে বলে দাবি করেছে ভারতীয় শিক্ষার্থীদের একাংশ।

পড়াশোনা শেষ করতে অনেক ভারতীয় শিক্ষার্থীই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ফিরে যেতে বাধ্য হয়েছিল। তাদের একাংশের দাবি, ইউক্রেনের বহু নাগরিকই তাদের সাথে দুর্ব্যবহার করছে। এই প্রসঙ্গে ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’কে এক শিক্ষার্থী বলেছে, ‘আমাদের দেশ ছেড়ে চলে যেতে বলছে স্থানীয়রা। গত আট সপ্তাহ ধরে পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে।’

যুদ্ধের কারণে ২০২২ সালে ইউক্রেন থেকে প্রায় ১৮ হাজার শিক্ষার্থীকে সরানো হয়েছে। ওই শিক্ষার্থীরা আশা করেছিল, ভারতীয় বা কোনো বিদেশী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করবে। কিন্তু সেটা হয়নি বলে দাবি। চলতি বছরের জানুয়ারি মাস থেকে আরো তিন হাজার ৪০০ শিক্ষার্থী পড়াশোনা শেষ করতে ইউক্রেনে ফিরে গিয়েছে। মধ্যপ্রদেশের এক শিক্ষার্থীর কথায়, ‘ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের নির্দেশিকা অনুযায়ী ২০২১ সালের ডিসেম্বরের পর যারা বিদেশে পড়াশোনা শুরু করেছে, তারা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হতে পারবে না। সেই কারণেই আমি এবং আমার মতো অনেক শিক্ষার্থীই ইউক্রেনে ফিরে গিয়েছি।’

আর এক শিক্ষার্থীর কথায়, ‘ইউক্রেনের স্থানীয় বাসিন্দারা বলছেন ‘তোমরা ভারতীয়রা রাশিয়ার ভালো বন্ধু। আমাদের দেশ থেকে চলে যাও।’ অন্য এক শিক্ষার্থীর দাবি, ইউক্রেনের কয়েকটি দোকানে কোনো কিছু কিনতে পর্যন্ত দেয়া হচ্ছে না ভারতীয়দের। তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ।এক শিক্ষার্থী বলেছন, ‘অনেক সময় পানি সরবরাহ করতে দেয়া হচ্ছে না। বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করা হচ্ছে। কিভাবে আমরা বাঁচব? আমরা আতঙ্কে রয়েছে। ভারতে আমাদের পরিবারও ভয়ে কাঁটা।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]