152

04/06/2025 চাঁপাইনবাগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

৮ জুলাই ২০২০ ২২:১২

চাঁপাইনবাগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধটি আত্মহত্যা করেছে। নিহত ব্যক্তিটি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের সিসাডাঙ্গা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আমিনুর রহমান (৬৫)।

বুধবার ভোরে ওই বৃদ্ধ বাড়ি হতে বের হয়। এরপরে বাড়ি হতে এক কিলোমিটার দূরে সাংকার মাঠে একটি নিমগাছের সাথে রসিতে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাই এলাকাবাসী।

খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com