03/16/2025 মক্কায় ঝড়ের তাণ্ডব ও বজ্রপাত
রাজ টাইমস ডেস্ক :
২৪ আগস্ট ২০২৩ ১৬:২৬
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও জেদ্দাসহ অন্যান্য অঞ্চলে ঝড় হয়েছে। এতে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েন ওমরাহযাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার ঝড়ের পাশাপাশি ভয়ংকর বজ্র ও ভারি বৃষ্টিপাতও হয়। খবর খালিজ টাইমস ও এএফপির।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির মক্কা ও জেদ্দাসহ অন্যান্য অঞ্চলে শুরু হওয়া তীব্র ঝড়ের সময় ক্লক টাওয়ারে বজ্র আঘাত হানে। ঝড়ের কারণে বুধবার বন্ধ রয়েছে মক্কার স্কুল। বিভিন্ন স্থানে হয়েছে নানা ক্ষয়ক্ষতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কিছু ভিডিওতে দেখা গেছে ঝড়ের তাণ্ডব আর বাতাসের তীব্রতা। এমনকি ঝড়ের সময় মক্কার গ্র্যান্ড মসজিদে উপস্থিত অনেক ওমরাহযাত্রীকে তীব্র বাতাসে পড়ে যেতে দেখা যায়।
জেদ্দার উত্তর-পূর্বে আসফান রোডে প্রবল বৃষ্টি এবং ঝড়ের মধ্যে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার মতো ঘটনাও চোখে পড়ে।