1525

03/15/2025 ব্যারিস্টার রফিকুল একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন: প্রধান বিচারপতি

ব্যারিস্টার রফিকুল একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন: প্রধান বিচারপতি

রাজটাইমস ডেস্ক

২৪ অক্টোবর ২০২০ ১৭:২৫

দেশের প্রথিতযশা আইনবিদ সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শনিবার (২৪ অক্টোবর) শোক বার্তায় প্রধান বিচারপতি বলেন, রফিক-উল হক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য।

কর্মজীবনে এই আইনজীবী অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি।

শোকবার্তায় মরহুম প্রবীণ এই আইনজীবীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রধান বিচারপতি।

শনিবার সকালে নিজ মালিকানা রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মারা যান প্রবীণ এই আইনজীবী। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

রক্তশূন্যতা, ইউরিন সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ১৫ অক্টোবর তাকে আদদ্বীন হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুত্বপূর্ণ অবদান রাখায় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আলোচিত ছিলেন ব্যারিস্টার রফিকুল।

রফিকুল পত্নী ফরিদা হক বেশ কয়েক বছর আগে মারা যান। তার ছেলে ফাহিম-উল হকও আইনজীবী।

দেশসেরা এই আইনজীবীর জন্ম ১৯৩৫ সালে। ১৯৬০ সালে তিনি আইন পেশায় আসেন। ১৯৯০ সালে তাকে অ্যাটর্নি জেনারেল করা হয়।

  • এসএইচ

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]