15279

03/17/2025 ইমরান খানের সাজা স্থগিত

ইমরান খানের সাজা স্থগিত

রাজ টাইমস ডেস্ক :

২৯ আগস্ট ২০২৩ ২২:৩৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাজা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। আজ মঙ্গলবার তোশাখানা মামলায় নিম্ন আদালতের সাজা বাতিল করে রায় দেয়া হয়।

ইসলামাবাদ হাইকোর্ট আজ মঙ্গলবার আগের রায় স্থগিত করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধানকে জামিনে মুক্তি দেয়ার নির্দেশ দেয়।

গত ৫ আগস্ট ইসলামাবাদের বিচারিক আদালত দেশটির নির্বাচন কমিশনের দায়ের করা তোশাখানা মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয়। এই রায়ের পর তাকে পাঁচ বছরের জন্য সাধারণ নির্বাচনে অংশগ্রহণের অনুপযুক্ত ঘোষণা করা হয়।

ওই রায়ের পরপরই ইমরান খান এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।

এদিকে গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট স্বীকার করে যে ইমরানের সাজাতে 'প্রক্রিয়াগত ভুল' ছিল।

গত বছরের এপ্রিল মাসে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়ার পর ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শতাধিক মামলা দায়ের করা হয়। আর তোশাখানা মামলায় তার কারাগারে যাওয়ার পর কয়েকটি জামিন বাতিল করা হয়েছে। তিনি বর্তমানে অটোক নগরীকে বন্দী রয়েছেন।

সূত্র : জিও টিভি, ডন ও অন্যান্য

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]