1528

09/19/2024 পুলিশ ফাঁড়িতে যুবক হত্যা: কনস্টেবল হারুন গ্রেফতার

পুলিশ ফাঁড়িতে যুবক হত্যা: কনস্টেবল হারুন গ্রেফতার

রাজটাইমস ডেস্ক

২৪ অক্টোবর ২০২০ ১৮:২২

সিলেটে চাঞ্চল্যকর পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার হয়ে যুবক রায়হান নিহতের ঘটনায় সাময়িক বরখাস্তকৃত বন্দর বাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামান। তিনি জানান, এসএমপি রিজার্ভ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) তাকে আদালতে হাজির করানো হবে বলে জানান তিনি। তিনি আরো জানান জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন জানানো হবে। হারুনুর রশিদসহ এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করলো পিবিআই।

এর আগে, যুবক রায়হানের চাঞ্চল্যকর হত্যার ঘটনায় কনস্টেবল টিটু চন্দ্রকে গ্রেফতার করা হয়। রায়হান হত্যার ঘটনায় গত ১২ অক্টোবর এসআই আকবর ও কনস্টেবল হারুনুর রশিদসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করে এসএমপি।

ঘটনার পরপরই পালিয়ে যেতে সক্ষম হন আকবর। বাকি ছয়জনকে কড়া নিরাপত্তায় এসএমপি পুলিশ লাইনে রাখা হয়।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর অমানবিক এক ঘটনার বলি হন যুবক রায়হান। এইদিন সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে টাকার জন্য অমানবিক নির্যাতন করা হয় নগরীর নেহারিপাড়া এলাকার বাসিন্দা রায়হানকে (৩৩)। ভোরে তার মৃত্যু হয়।
খবর-যুগান্তর

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]