15340

04/20/2025 অভিনব কায়দায় অস্ত্র বহন যুবক গ্রেপ্তার

অভিনব কায়দায় অস্ত্র বহন যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৪ সেপ্টেম্বর ২০২৩ ০০:৩৫

রাজশাহী নগরীতে অভিনব কায়দায় বইয়ের ভিতর চেম্বার করে অস্ত্র বহনের প্রস্তুতির সময় এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার সন্ধ্যার ৭ টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালির আবাহাওয়া অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত অস্ত্র ব্যবসায়ী নগরীর মতিহার থানার ধরমপুর পূর্ব পাড়ার শাহজাহান আলীর ছেলে মো. সাদ্দাম (৩৫)।
র‌্যাব-৫ জানায়, রাজশাহীর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালি থানাধীন আবহাওয়া অফিস (আবহাওয়াপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মোঃ সাদ্দাম কে আটক করে। পরে তাকে তল্লাশী করে লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর পেপারে মোড়ানো পাঞ্জেরী মাধ্যমিক বাংলা প্রথমপত্র বইয়ের ভিতরে পাতা কাটানো বিশেষ কায়দায় রক্ষিত ১টি বিদেশী ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড ৯ এমএম গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র, ম্যাগজিন, অস্ত্রের গুলিগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেন। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কাটাখালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাক সূত্র জানায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]