15348

04/22/2025 জমি দখলকে কেন্দ্র করে নারীসহ গুলিবিদ্ধ ৪

জমি দখলকে কেন্দ্র করে নারীসহ গুলিবিদ্ধ ৪

রাজ টাইমস ডেস্ক :

৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৫

নাটোরের লালপুরে জমি দখলের ঘটনায় নারীসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকালে দিকে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে রসুলপুর গ্রামের রহমত আলীর ছেলে মো. রাজ্জাকের সঙ্গে বাকনাই গ্রামের আবু বকরের (৫৫) রসুলপুর মৌজার জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

রোববার সকালে আবু বকরের পক্ষে বাকনাই গ্রামের বাবু (৩০), আমানুল (৩৫), মোহরকয়া গ্রামের মহসিন (৪৫), আওয়াল (২০), হাসেম(৪০), কবির (৪৫) অবৈধ অস্ত্রসহ জমি দখল করার জন্য রসুলপুর মোজায় যান। সেখানে আব্দুর রাজ্জাকের পক্ষের লোকজন ধাওয়া করলে বাবুর হাতে থাকা অবৈধ শটগান দিয়ে এলোপাতাড়ি গুলি করে।

গুলিতে মোহরকয়া গ্রামের আফাজ আলীর ছেলে আসাদ (৩০), ফজল ছেলে বজলুর রহমান(৩৩), শাহাদাত ছেলে হান্নান (৪০), আফাজ উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৫০) গুলিবিদ্ধ হয়।

তাদের তাৎক্ষণিক লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদ, বজলু ও হান্নানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আসাদ ও হান্নানের বাম পায়ের উরুতে বজলুর ডান পায়ে উরুতে ও হাসিনার মাথায় গুলি লেগে গুরুতর আহত হন। হাসিনা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

এ বিষয়ে লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার কারণে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]