03/14/2025 ২৪ ঘন্টায় করোনায় প্রাণহানি ১৯
রাজটাইমস ডেস্ক
২৫ অক্টোবর ২০২০ ০০:৩২
বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরও ১৯ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮০ জনে।
গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমন ঘটিয়েছে আর ও ১ হাজার ৯৪ জনের দেহে। ফলে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫০৭ জনে।
গত ২৪ ঘন্টায় ভাইরাসটি থেকে আরোগ্য হয়েছে আরও ১ হাজার ৪৯৮ জন রোগী। ফলে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩লাখ ১৩ হাজার ৫৬৩ জনে।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া ভাইরাসটি প্রথম দেশে সনাক্ত হয় গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।