15426

05/19/2024 সাম্প্রদায়িক নাগরিক স্মার্ট হতে পারে না

সাম্প্রদায়িক নাগরিক স্মার্ট হতে পারে না

নিজস্ব প্রতিবেদক

৯ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৪

স্মার্ট নাগরিক কে হবে অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িক নাগরিক স্মার্ট হতে পারে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনীঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বিভাগীয় সাংস্কৃতিক উৎসবের উদ্দেশ্য সম্পর্কে খলিল আহমদ বলেন, আমরা আমাদের সংস্কৃতির বিকাশ করতে চাই, অন্য সংস্কৃতির বিকাশ আমরা করতে চাই না। আমাদের যে সাংস্কৃতিক উপকরণগুলো আছে, সেগুলোর বিকাশ সাধন করাই আমাদের মূল লক্ষ্য এর মাধ্যমে দেশকে দ্রুত সংস্কৃতিমনা করে গড়ে তুলতে চাই। প্রথমে আমরা সিলেটে বিভাগীয় সাংস্কৃতিক উৎসব করেছিলাম, এরপর দেশের প্রত্যেক বিভাগে এ ধরনের উৎসবে করা হচ্ছে। প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায়ে সাংস্কৃতিক উৎসব করার নিদের্শ দিয়েছেন বলে তিনি জানান। সংস্কৃতি উন্নত না হলে উন্নত জাতি হওয়া যায় না উল্লেখ করে সংস্কৃতি সচিব বলেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি উন্নত, সেখানে কেউ কাউকে অসম্মান করে না, একজন আরেক জনকে উৎসাহ দেয়।

আমাদের সংস্কৃতিও এতটাই উন্নত হতে হবে যেখানে কেউ আমাদেরকে অপমান করতে পারবে না, প্রত্যেকে প্রত্যেককে অনুপ্রেরণা জোগাবে, উৎসাহ দেবে। ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপপুলিশ কমিশনার সরকার ওমর ফারুক, ডিআইজি’র প্রতিনিধি পুলিশ সুপার মোঃ আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মোঃ মোকছেদ আলী। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিক, বীরমুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানশেষে আট জেলার শিল্পীদেরঅংশগ্রহণে আঞ্চলিক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]