03/15/2025 পুঠিয়া বিএনপির আহবায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া
২৫ অক্টোবর ২০২০ ২১:২৮
পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে পুঠিয়া উপজেলা বিএনপির ৩০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী জেলা বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।
এতে জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিককে আহবায়ক ও সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি আবু হায়াত মোঃ আসাদুজ্জামান, বেলপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রাকিব ও জিল্লুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং সাবেক যুবদল নেতা এন্তাজুল হক বাবুকে সদস্য সচিব করা হয়েছে।
সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক এমপি আব্দুস সাত্তার মণ্ডল, রাজশাহী- ৫ আসনে গত দুই বারের এমপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, ব্যবসায়ী ইসফা খায়রুল হক, জাসাসের রাজশাহী জেলা সভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিক দলের সভাপতি রোকুনুজ্জামান আলম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মতিরা হক।
এছাড়াও স্থানীয় বিএনপি নেতা রহমত আলী মাস্টার, আমিনুল হক মিন্টু, আল মামুন খান, একরামুল হক, জয়নাল আবেদীন, অধ্যাপক কামরুল ইসলাম, নাজমুল গণি পিন্টু ও তহিদুল ইসলাম মাস্টারকে এই কমিটির সদস্য করা হয়েছে।
কাফি/০১