05/02/2025 মান্দায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু
রাজ টাইমস ডেস্ক :
১৪ সেপ্টেম্বর ২০২৩ ০১:০৪
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু। একই ঘটনায় আহত হয়েছেন তাদের সঙ্গে থাকা দুজন। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার ফেরদৌসের ছেলে রবিউল ইসলাম (১৮) ও নাটোর জেলার হাজিরহাট গ্রামের লিটনের ছেলে রকি (২৫)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু দেলুয়াবাড়ি বাজার থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর মোড়ে পৌঁছালে মোটরসাইকেল দুটি ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে চার বন্ধু সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই একজন মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরেকজন মারা যান।
মোটরসাইকেলে চালকের পেছনে থাকা দুজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মান্দা থানার উপ পরিদর্শক (এসআই) মমিন দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।