04/04/2025 নগরীতে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার
রাজটাইমস ডেস্ক
২৫ অক্টোবর ২০২০ ২২:১৯
রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে নগরীর উপকন্ঠ কাটাখালি থানায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযানে থানার টাংগন পশ্চিম পাড়ায় আসাদুলের বাড়ির পাশে থেকে ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এই সময় দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্যমতে, জব্দকৃত ফেনসিডিল ওই এলকার সাইদুর ও মাসুমের।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানান কাটাখালী থানা ওসি (তদন্ত) মতিয়ার রহমান। তিনি জানান, আটকের স্বার্থে তাদের নাম গোপন রাখা হচ্ছে। এ বিষয়ে দুইজনকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।