15539

05/15/2024 ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু

রাজ টাইমস ডেস্ক :

১৫ সেপ্টেম্বর ২০২৩ ০২:৫৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি ৭৭৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৬৩ জন। ডেঙ্গুতে এ বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮৩৫।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ১ হাজার ৭৬৩ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯ হাজার ৯১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে দেশে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]