15569

05/14/2024 ‘বিশ্বকাপের জন্য খুব ভালো একটি দল পেয়েছি আমরা।’ - সাকিব

‘বিশ্বকাপের জন্য খুব ভালো একটি দল পেয়েছি আমরা।’ - সাকিব

রাজ টাইমস

১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪১

ভারতকে হারাতে ৮৫ বলে ৬ চার ও ৩ ছয়ে ৮০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। এই ইনিংসের জন্য ম্যাচসেরাও হয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ম্যাচসেরার পুরস্কার নিয়ে তিনি বলেছেন, ‘আমি মনে করি, বিশ্বকাপের জন্য খুব ভালো একটি দল পেয়েছি আমরা।’

কিন্তু এশিয়া কাপে যে বলতে গেলে বাংলাদেশ ব্যর্থই হয়েছে। গ্রুপপর্বে একটি ম্যাচ জয়ের পর সুপার ফোরে ভারতকে হারাল, অর্জন বলতে এটুকুই। এশিয়া কাপে বাংলাদেশের আশানুরূপ ফল করতে না পারার একটা ব্যাখ্যা অবশ্য দিলেন সাকিব, ‘অনেক চোট ছিল। খেলোয়াড়দের আসা এবং ছিটকে যাওয়া এশিয়া কাপে আমাদের খুব একটা সাহায্য করেনি।

ভারতের বিপক্ষে ম্যাচেও পাঁচটি পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ। এ বিষয়ে সাকিব বলেছেন, ‘যারা খুব বেশি খেলেনি, আমরা এ ম্যাচে তাদের সুযোগ দিয়েছি।’ এ ম্যাচে স্পিনার বেশি খেলানো নিয়ে তিনি বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, স্পিনাররা ভূমিকা রাখতে পারে। ভাগ্য ভালো যে তারা পেরেছে।’

স্পিনার মেহেদী হাসান ও অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিবের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘মেহেদী যখন বোলিংয়ে এসেছে, তখন বল করা সহজ ছিল না। শেষ দিকে ও টানা ৫ ওভার বল করেছে। সাকিবকেও (তানজিম) কৃতিত্ব দিতে হবে।’

এবারের এশিয়া কাপে ব্যাট হাতে ভালো কাটছিল না সাকিবের। অবশেষে শেষ ম্যাচে এসে রান পেয়েছেন তিনি। নিজের ব্যাটিং নিয়ে সাকিব বলেছেন, ‘এশিয়া কাপে আমি খুব বেশ ভালো ব্যাটিং করতে পারিনি। আজ আমি থিতু হওয়ার সময় পেয়েছি। প্রথম বাউন্ডারিটি মেরেই ভালো লেগেছে। বল পুরোনো হওয়ার পর খেলাটা কঠিন ছিল।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]