1562

03/14/2025 আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ; সীমান্তে সেনা মোতায়েন করলো ইরান

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ; সীমান্তে সেনা মোতায়েন করলো ইরান

রাজটাইমস ডেক্স

২৬ অক্টোবর ২০২০ ১৪:২০

আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষের মাঝে সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবের গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থল বিভাগের মেকানাইজড ব্রিগেড মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।

আইআরসিসি পরিচালিত সেপাহ নিউজ জানিয়েছে, রবিবার এসব সেনা মোতায়েন করা হয়। খবরে বলা হয়েছে, ইরানের খোদা আফারিন ও জুলফা এলাকায় ট্যাংক এবং অন্যান্য আর্টিলারি সরঞ্জামাদিসহ ইমামেজামান মেকানাইজড ব্রিগেড মোতায়েন করা হয়। উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা রক্ষার চিন্তা থেকেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।

আইআরজিসি’র একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সীমান্ত এলাকার সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা রক্ষার জন্যই এসব সেনা মোতায়েন করা হয়।
গত ২৭ সেপ্টেম্বর থেকে নাগার্নো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ চলছে। এ পর্যন্ত সেখানে পাঁচ হাজারে বেশি মানুষ মারা গেছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন।

সূত্র: বিডি-প্রতিদিন/ এমএস ইসলাম

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]