04/04/2025 নগরীতে সরকারি স্কুলের জায়গায় অবৈধ স্থাপনা
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২০ ২০:১৯
রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম সরকারি প্রাইমারি স্কুলের জায়গা দখল করে ‘কবর খনন কমিটি’র নামে অবৈধ স্থাপনা নির্মাণ করে চলছে নানা অসামাজিক কার্যকলাপ। এবিষয়ে স্কুল কর্তৃপক্ষেরও কোনো মাথাব্যাথা দেখা যাচ্ছে না।
সূত্রে জানা গেছে, স্থানীয় কিছু যুবকের সহায়তায় অজ্ঞাত বহিরাগতরা ছোটবনগ্রাম সরকারি প্রাইমারি স্কুলের জায়গা দখল করে রীতিমত স্কুলের ছাদের সাথে ছাদ ঢালাই দিয়ে তৈরি করে ফেলেছে ঘর। আর এখানে সবসময় কিশোর গ্যাংয়ের বখাটে ছেলেরা বসে আড্ডা দেয় ও বিভিন্ন ধরনের মাদক সেবন করে। রাস্তাঘাটে মেয়েদেরকে উত্যক্ত করে। আর সরকারি স্কুলের ভেতরে এবং ছাদে বসে জুয়ার আসর। পুলিশ কয়েকবার তাদের ধাওয়াও করেছে। কিন্তু কদিন পর আবার ফিরে আসে জুয়াড়িরা। আর এইসব নিয়ে স্কুল কর্তৃপক্ষেরও কোনো মাথাব্যথা নাই। তাই অনতিবিলম্বে সরকারি স্কুল এবং এলাকার পরিবেশ রক্ষার্থে এই অবৈধ স্থাপনা ধ্বংসের দাবি এলাকাবাসী এবং ভুক্তভোগীদের।