15675

04/21/2025 রাতে প্রথম চালানে ভারতে যাচ্ছে ১৯ টন ইলিশ

রাতে প্রথম চালানে ভারতে যাচ্ছে ১৯ টন ইলিশ

রাজ টাইমস ডেস্ক :

২০ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৩

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবার প্রায় চার হাজার টন ইলিশ ভারতে রফতানির অনুমোদন দিয়েছে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পরই আজ বুধবার (২০ সেপ্টেম্বর) প্রথম চালান হিসেবে ১৯ টন ইলিশ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রফতানিকারী প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজের মালিক নিরব হোসেন টুটুল।

বরিশাল মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টুটুল বলেন, ‘বরিশাল থেকে পাঁচটি প্রতিষ্ঠান ভারতে ইলিশ পাঠানোর অনুমতি পেয়েছি। প্রতিষ্ঠানগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, মাসফি এন্টারপ্রাইজ, এআর এন্টারপ্রাইজ ও সি গোল্ড এন্টারপ্রাইজ।’

টুটুল আরো বলেন, ‘প্রত্যেক প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ মাছ পাঠানোর অনুমতি পেয়েছে। অনুমতি পেয়ে বরিশাল নগরীর পোর্ট রোড মোকাম থেকে আজ রাতে প্রথম চালানে ১৯ টন ইলিশ যাবে ভারতে। মাহিমা ও তানিশা এন্টারপ্রাইজ এই মাছ রফতানি করবে।

বেনাপোলের সীমান্ত দিয়ে এই ইলিশ ভারত যাবে বলেও জানান তিনি।

ভারতে ইলিশ রফতানি করার অনুমতি পাওয়া দেশের বাজারের জন্য ইতিবাচক জানিয়ে পোর্ট রোডের আড়তদার জহির সিকদার বলেন, ‘প্রতিনিয়ত যশোর, সাতক্ষীরা ও আগরতলা হয়ে ভারতে বিপুল ইলিশ চোরাই পথে পাচার হয়। রফতানির অনুমতি দেয়ায় চোরাই পথে ইলিশ পাচার বন্ধ হবে। তখন স্থানীয় বাজারে ইলিশ বেশি থাকবে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]